আর্থিক সহযোগীতা করুন

সম্পুর্ণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ও কিছু স্বেচ্ছাসেবক সদস্যের সমন্বয়ে গঠিত আমাদের টিম, এর মাধ্যমে বেশ কয়েকটি ইসলামিক প্রোজেক্ট সম্পন্ন করা হয়েছে এবং কয়েকটি হাতে নেওয়া হয়েছে। এসব প্রোজেক্ট পরিচালনা ও সুসম্পন্ন করতে অর্থ আবশ্যক একটি বস্ত।

Donate
We


আলহামদুলিল্লাহ! বাইরের কোন আর্থিক অনুদান গ্রহন ছাড়াই শুধুমাত্র আমাদের সদস্যদের অল্প কিছু নাম মাত্র অর্থ আর প্রচুর সময় এবং আল্লাহর অনুগ্রহে নিম্নের প্রোজেক্ট গুলো বাস্তবায়ন করতে পেরেছি।

আমাদের বাস্তবায়িত প্রোজেক্ট সমূহঃ

Online Bangla Quran

alQuranBD.com
User Avatar

Gobeshok- Islamic Search Eng

Front End Developer
User Avatar

Quran on Free Basics

Read on Facebook Free Basics
User Avatar

FireFoxOS App

App for Smart Phones and Tablets
User Avatar
এখন আমরা আরো কিছু নতুন প্রোজেক্ট তৈরি এবং বাস্তবায়িত প্রোজেক্ট গুলোর উন্নতির লক্ষ্যে আর্থিক অনুদান গ্রহন করব বলে সিদ্ধান্ত নিয়েছি।

১ ইনশাল্লাহ Android ফোন ও ট্যাবলেট এর জন্য একটি এডভান্স সুবিধা সম্বলিত বাংলা কুরআন এপ বানাবো।

২ একটি বাংলা হাদিসের পূর্নাজ্ঞ ওয়েবসাইট তৈরি করা হবে ইনশাল্লাহ। যেখানে হাদিস গ্রন্থ সমূহের হাদিস পড়া, সার্চ করা, বিষয় ভিত্তিক ও ট্যাগ যুক্ত হাদিস সহ আরো সুবিধা থাকবে ইনশাল্লাহ।

৩ "গবেষক" সার্চ ইঞ্জিন টির ডেভেলপমেন্ট সম্পূর্ণ করবো।

৪ FireFox OS এর App টিতে আরো সুবিধা যুক্ত করবো।

৫ "গবেষক" -এ গুরুত্বপূর্ণ সব পরিসংখ্যান সংগ্রহ করে একটি "ইসলামিক পরিসংখ্যান" ডেটাবেস বানাবো ইনশাল্লাহ।



নিম্নক্ত মাধ্যমে আপনি আমাদের কাছে আপনার ডোনেশন পাঠাতে পারবেন।