56
আল ওয়াক্বিয়া
Al-Waqi'a
Meaning: The EventTotal Ayats: 96Total Ruku: 3Para: 27
# Ayat
1بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
যখন কিয়ামতের ঘটনা ঘটবে,When the Event inevitable cometh to pass,
2لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
যার বাস্তবতায় কোন সংশয় নেই।Then will no (soul) entertain falsehood concerning its coming.
3خَافِضَةٌ رَافِعَةٌ
এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।(Many) will it bring low; (many) will it exalt;
4إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।When the earth shall be shaken to its depths,
5وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।And the mountains shall be crumbled to atoms,
6فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا
অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।Becoming dust scattered abroad,
7وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।And ye shall be sorted out into three classes.
8فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।Then (there will be) the Companions of the Right Hand;- What will be the Companions of the Right Hand?
9وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।And the Companions of the Left Hand,- what will be the Companions of the Left Hand?
10وَالسَّابِقُونَ السَّابِقُونَ
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।And those Foremost (in Faith) will be Foremost (in the Hereafter).
11أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
তারাই নৈকট্যশীল,These will be those Nearest to Allah:
12فِي جَنَّاتِ النَّعِيمِ
অবদানের উদ্যানসমূহে,In Gardens of Bliss:
13ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ
তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।A number of people from those of old,
14وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।And a few from those of later times.
15عَلَىٰ سُرُرٍ مَوْضُونَةٍ
স্বর্ণ খচিত সিংহাসন।(They will be) on Thrones encrusted (with gold and precious stones),
16مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।Reclining on them, facing each other.
17يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।Round about them will (serve) youths of perpetual (freshness),
18بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ
পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,With goblets, (shining) beakers, and cups (filled) out of clear-flowing fountains:
19لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ
যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।No after-ache will they receive therefrom, nor will they suffer intoxication:
20وَفَاكِهَةٍ مِمَّا يَتَخَيَّرُونَ
আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,And with fruits, any that they may select: