About Project
এই ফিসাবিলিল্লাহ প্রোজেক্ট টি তৈরি হয়েছে একদল স্বেচ্ছা সেবক প্রোগ্রামার ও ডিজাইনারদের দ্বারা। চাইলে আপনিও আমাদের সাথে যোগ দিয়ে আমাদের প্রোজেক্টের অংশ হতে পারেন।
এটা কি?
About this Project-আমাদের প্রোজেক্ট সম্পর্কে
অনলাইন বাংলা কুরআন টুল টি সম্পুর্ন আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক প্রোগ্রামার দ্বারাতৈরি। এখনো ডেভলোপিং এর কাজ চলছে।
যোগ দিন
অনলাইন বংলা কুরআন টুল এর সুবিধা সমূহঃ
১। অনলাইনে কুরআনের বাংলা অনুবাদ পড়ার সহজ সুবিধা।
২। বিভিন্ন ক্যাটাগরিতে আয়াত সাজানো যাতে আপনি সহজেই বিষয় ভিত্তিক আয়াত অধ্যায়ন করতে পারেন। এবং আপনি আয়াত গুলোকে ক্যাটাগরিতে বিভক্ত করে আমাদের সাহায্য করতে পারেন।
৩। শব্দ দিয়ে আয়াত সার্চ করার সুবিধা। আপনি সহজেই শব্দ দিয়ে আয়াত সার্চ করতে পারবেন। এতে আপনাকে কুরআনের পাতা উল্টিয়ে কষ্ট করে আয়াত খুজতে হবে না।
৪। সদস্য নিবিন্ধন করার সুবিধা এবং প্রত্যেকের জন্য আলাদা কন্ট্রোল প্যানেল। ও ডেভলোপার প্যানেল।
৫। সদস্যদের মধ্য চ্যাটিং ও প্রাইভেট ম্যাসাজিং ও অনলাইন কনভারসেশনের সুবিধা।
৬। আমাদের সাইটের ভিজিটরাই আমাদের ডেভলোপার।
ইতিহাস
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য তিনি আমাদের প্রতি সহায় হোন। আমাদের লক্ষ্য সফল করুন। আমাদের সমুদয় কর্মের উদ্দেশ্য তারই সন্তুষ্টি।
প্রথমে আমি চিন্তা করছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে কুরআন এর বিষয় ভিত্তিক উদৃতির প্রয়োজন হয়। তাই নোটবুকে কুরআন এর আয়াত গুলো কে বিষয় ভিত্তিতে ভাগ করো নেবো। কিন্তু ভাবলাম তা অনেক সময় সাপেক্ষ এবং নোট বুক উলটে আয়াত খুজতে অনেক সময় লাগবে। তারচেয়ে কাগটা যদি কম্পিউটারে কোনো ভাবে করা যায় তবে তা খুজে পেতে অনেক সুবিধা হবে।
আবার চিন্তা করছিলাম এতো কষ্ট করে কাজ করবো শুধু নিজের জন্য? এটা যদি অন্য কারো সাথে শেয়ার করা যায় তবে তারো কাজে লাগবে। আমি আবার টুক টাক php প্রোগ্রামিং ও জানতাম তাই সিদ্ধান্ত নিলাম একটা ওয়েব ভিত্তক সিষ্টেম তৈরি করব যাতে ক্যাটাগরি বিভক্তি করণ ও সুবিধা হবে অন্য সবার কাজেও লাগবে।
তাই নিজের উদ্যোগে কাজে লেগে পড়লাম। ডাটাবেস পেলাম প্রোজেক্ট তানজিল এর কাছে থেকে, তাই কাজ প্রায় অর্ধেক ই এগিয়ে গেলো।
আমাদের পথ চলা শুরু হলো ফ্রী হোষ্টিং ও ফ্রী ডমিনে। সাইট এর প্রোগ্রামিং ও ডিজাইনিং সম্পুন্ন করে সাইট প্রকাশ করার ২-৩ দিন পরেই শফিউল আলম ভাই বললেন এই ধরনের একটা প্রজেক্ট করার ইচ্ছা তারও ছিলো। তিনি তার নিজের তত্বাবধায়নে আজীবন ডমিন ও হোষ্টিং এর ব্যাবস্থা করে দিলেন। আল্লাহর রহমতে ভালোভাবেই চলছে আমাদের প্রজেক্ট। এই প্রোজেক্ট এ আমরা সবাই স্বেচ্ছাসেবক। আমি (অপঠিত দৈনিকী) সহ আমাদের মধ্য আরো বেশ কয়েক জন web ডেভলপার আছে। এই সাইটের পুরো সিষ্টেম তৈরির কাজ এই কয়েক জনের প্রচেষ্টার ফল। সবাইকে ধন্যবাদ এই প্রোজেক্টে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এই প্রোজেক্ট টি মূলোত এই ডেভেলপারদের নিজের জন্যই করা। কারন এরা বিভিন্ন ভাবে অনলাইনে ইসলামের প্রচার ও প্রসারের সাথে যুক্ত।
যোগাযোগ করুন
প্রিয় ভিজিটর আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করুন। স্বেচ্ছাসেবক হতে ফেইসবুক গ্রুপে যোগ দিন।
ফেইসবুক গ্রুপঃ Project Online Bangla Quran
এডমিদের ফেইসবুক আইডিঃ Niamul Hasan