আত-তাকভীর
At-Takwir
Meaning: Wound around and losTotal Ayats: 29Total Ruku: 1Para: 30
# | Ayat | |
---|---|---|
21 | مُطَاعٍ ثَمَّ أَمِينٍ | |
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। | With authority there, (and) faithful to his trust. | |
22 | وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ | |
এবং তোমাদের সাথী পাগল নন। | And (O people!) your companion is not one possessed; | |
23 | وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ | |
তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। | And without doubt he saw him in the clear horizon. | |
24 | وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ | |
তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না। | Neither doth he withhold grudgingly a knowledge of the Unseen. | |
25 | وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ | |
এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়। | Nor is it the word of an evil spirit accursed. | |
26 | فَأَيْنَ تَذْهَبُونَ | |
অতএব, তোমরা কোথায় যাচ্ছ? | When whither go ye? | |
27 | إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ | |
এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ, | Verily this is no less than a Message to (all) the Worlds: | |
28 | لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ | |
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়। | (With profit) to whoever among you wills to go straight: | |
29 | وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ | |
তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না। | But ye shall not will except as Allah wills,- the Cherisher of the Worlds. |
You are on page 2 now.